শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে করোনায় আক্রান্তের হার কমলেও করোনার টিকা গ্রহনের হার বেড়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহীতাদের উপচেপড়া ভীড় চোখে পড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, উপজেলায় ৪ হাজার ৯৫০ ডোজ সিনো ফার্ম টিকায় ১৪ হাজার ৫৮০ জন এবং গত ১২ আগষ্ট পর্যন্ত প্রথম ধাপে ৪ হাজার ২৮৪ শিশি এবং দ্বিতীয় ধাপে ১০ ডোজ শিশি অ্যাস্টোজেন এর ভ্যাকসিন আসে। ওই ভ্যাকসিনেই উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫ টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে দেয়া হচ্ছে। ওইদিন সকাল থেকেই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহীতারা ভীড় জমায়৷ এ সময় সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নেন। ভ্যাকসিন গ্রহীতা সোহেল মিয়া, মমদেল হোসেন বলেন, আমরা করোনার টিকা নেয়ার জন্য অনলাইনে নিবন্ধন করেছি। তারপর টিকা নিতে এসেছি। আগে টিকা সম্পর্কে মানুষ ভয় দেখাতো, উল্টাপাল্টা কথা বলতো। এখন টিকা না নিলে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। আমরা সাধারণ মানুষ কে টিকা নেয়ার জন্য পরামর্শ দিবো। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন জানান, এখন মানুষের মাঝে করোনার ব্যাপারে সচেতনতা দেখা যাচ্ছে। করোনায় শনাক্তের হারও কমেছে, করোনার ভ্যাকসিন গ্রহনও বেড়েছে। মানুষ সচেতন হলে আমরা দ্রæতই এই মহামারী থেকে রা পাবো ইনশাআল্লাহ।