শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর জানাজা বৃহস্পতিবার রাত ১১টায় চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। এ বিষয়ে হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া বলেন, ‘জুনায়েদ বাবুনগরীর জানাজা সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসবেন। সবাই যাতে জানাজায় অংশ নিতে পারেন সেজন্য জানাজার সময় সন্ধ্যা সাড়ে ৭টার পরিবর্তে রাত ১১টা নির্ধারণ করা হয়েছে।’
এর আগে বলা হয়েছিল, ফটিকছড়ির বাবুনগরে তার মরদেহ দাফন করা হবে। এই সিদ্ধান্তেও পরিবর্তন এসেছে। জানাজার পর তার মরদেহ চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।