শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
গ্রেপ্তারের পর চিত্রনায়িকা পরীমণিকে দফায় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়টি হাইকোর্টের নজরে এনেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে বিষয়টি নজরে আনেন।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ আদালতে বলেন, মাই লর্ড ফৌজদারি কার্যবিধিতে রিমান্ডের কোনো বিধানই তো নেই। এরপরও চিত্রনায়িকা পরীমনিকে বার বার রিমান্ডে নেওয়া হচ্ছে। আমি আদালতের কাছে রিমান্ড বন্ধে স্বতঃপ্রণোদিত আদেশ প্রার্থনা করছি।
তখন আদালত বলেন, কোন মামলায় রিমান্ড চাচ্ছে বা চাচ্ছে না, তা খবর দেখে অনেক সময় বোঝা যায় না। মনে করেন, এক মামলায় আটক করেছে, তারপর একাধিক মামলা হচ্ছে। একেক সময় একেক মামলায় রিমান্ডে নিচ্ছে। এটি তো নিতেই পারে। তবে কতবার রিমান্ড নিচ্ছে, কতদিন রিমান্ড নিচ্ছে, এটি গুরুত্বপূর্ণ বিষয়।