শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নাম আকমল হোসেন। মাঝ বয়সী একজন ব্যক্তি। থাকেন ঢাকায়। তিনি ঢাকার মিরপুর ক্যাডেট কোচিংয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক। সেই সুবাদেই ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরে স্ব-পরিবারে বসবাস তার। অথচ তিনি করোনার টিকা নিতেই ঢাকা থেকে পীরগঞ্জে এসেছেন। বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমান বন্দরে অবতরন করেন। এরপর ৭০ কিমি পথ পাড়ি দিয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। করোনার টিকা তিনি ঢাকাতেই নিতে পারতেন। কিন্তু না, তা নেননি। জন্ম ভুমিতে নাড়ীর টানেই এসেছেন তিনি। তার মত স্থানীয় কয়েকশত সাধারণ মানুষ বুধবার সকাল থেকে বেলা আড়াই টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিয়েছেন। যেন টীকা নেয়ার উৎসব শুরু হয়েছে। আকমল হোসেন বলেন, করোনা ভাইরাসের ভয়াবহতার ব্যাপারে আমাদের কে সচেতন হতে হবে। নতুবা করোনার আরও ভয়াবহ রুপ নিতে পারে। তিনি আরও বলেন, ঢাকাতেই টীকা নিতে পারতাম। কিন্তু মনের স্বস্তির জন্যই পীরগঞ্জে টীকা নিলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন বুলেট বলেন, মানুষের মাঝে টীকা নেয়ার আগ্রহ বেড়েছে। আমরা ১ম ডোজের পাশাপাশি ২য় ডোজও দিচ্ছি। মানুষ টীকা নিলে করোনায় মৃত্যুর হারও কমতে পারে, সংক্রমণও কমবে বলে আশা করি। সেই সাথে মাস্ক ব্যবহারে তাগিদ দেন। তিনি আরও বলেন, গত মঙ্গলবার ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে পীরগঞ্জে মোট ৭’শ ৯৮ জন করোনা পজেটিভ হলো। তবে আগের চেয়ে পীরগঞ্জে করোনায় শনাক্ত কমছে বলে জানান তিনি।