শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার পীরগঞ্জ থানাধীন ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের টহল ডিউটিতে নিয়োজিত এসআই তোজাম্মেল সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটি করা কালীন সময় ভেন্ডাবাড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামের ভবানীপুরের জাহাঙ্গীরের চায়ের দোকানের সামনে সন্দেহজনক ঘোরাঘুরির কারণে পুলিশ মোটরসাইকেল মালিক সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো উত্তর দিতে না পারায় তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, বর্ণিত মোটরসাইকেলের মালিক মিঠাপুকুর উপজেলার নানকর সদুরপাড়ার বাদশা শাহজাহানের পুত্র হাফিজার রহমানের। গ্রেফতারকৃতরা হলেন মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের পুত্র কামরুল ইসলাম (২৮) ও রংপুর মেট্টোপলিটন পরশুরামপুর থানার আমাশু বালাকুমার খটখটিয়া গ্রামের আব্দুর রশিদের পুত্র মোঃ নয়ন মিয়া (২৪) কে গ্রেফতার করে গতকাল সোমবার রংপুর জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, লাল রংয়ের মটর সাইকেল, মডেল নং- ঞঠঝ গঊঞজঙ ১০০ ঈঈ, চেসিস নং- ঈঋ৫এ৮১৮৬১১৭৭ , ইঞ্জিন নং-গউ৬২৫গঋ৫৭ঐ১এ০৮৫০৭ টি ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র হেফাজতে। এ ব্যাপারে রংপুরের সহকারী পুলিশ সুপার সাকেল ডি কামরুজ্জামান জানান আসামীদের বিরুদ্ধে চুরি সংক্রান্ত মামলা হয়েছে।