alorsangbad com
- ৬ আগস্ট, ২০২১ / ৮৮ বার পঠিত
মজনু মিয়া,পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃগাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক্টর দিয়ে জনগুরুত্ব পূর্ন রাস্তা নষ্ট করায় এলাকা বাসীর পক্ষে প্রতিবাদ করার কারনে শিক্ষকের নিকট থেকে ১লক্ষ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে লাঞ্চিত করায় থানায় লিখিত অভিযোগ দাখিল। অভিযোগ সূএে জানা যায়,পলাশবাড়ী উপজেলার ১নং কিশোর গাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াই পাড়া গ্রামের মৃত.ছলিম উদ্দিনের পুএ শামছুল হক জমি চাষের ট্রাক্টর রাস্তা দিয়ে নিয়মিত চলাফরা করার কারনে রাস্তায় গর্ত হওয়ায় সর্ব সাধারন ও পথচারীদের চলাফেরায় জন-দূর্ভোগের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে এলাকার স্বার্থে প্রতিবাদ করায় একই গ্রামের মৃত. আজিম উদ্দিনের পুএ আশরাফুল ইসলাম গং দের সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতা-হাতি ও ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। এ সময় শিক্ষক মোঃ আশরাফুল ইসলামের নিকট থাকা ১লক্ষ ৯০হাজার টাকা ছিনিয়ে নেয় বলে লিখিত অভিযোগ সূএে জানা যায়।বিষয়টি কে কেন্দ্র করে শিক্ষক মোঃ আশরাফুল ইমলাম বাদী হয়ে ট্রাক্টরের মালিক শামছুল হক সহ ৫জন কে অভিযুক্ত করে গত ৪ আগস্ট পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।