শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন
আলোর সংবাদ ডেক্স: পরীক্ষার চার মাসের বেশি সময় পর প্রকাশ করা হলো ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। রোববার (১ আগস্ট) দুপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে ২১ হাজার ৫৬ জন চাকরিপ্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনা সংক্রমণের সময়ে পরীক্ষা নিয়ে শঙ্কা থাকলেও ৮টি বিভাগীয় শহরে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। কিন্তু করোনাসহ নানা কারণে পরীক্ষার চার মাসেও ফল প্রকাশ করেতে পারেনি পিএসসি। অবশেষে সেই অপেক্ষার অবসান হল।
দুই হাজার ১৩৫টি ক্যাডারের শূন্যপদের বিপরীতে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এতে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ে। পিএসসি জানায়, মোট ৪ লাখ ৭৫ হাজার আবেদন জমা পড়ে। আর ২০১৮ সালে ৪০তম বিসিএসে ৪ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেছিলেন।