শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
আলোর সংবাদ ডেক্স: ডেঙ্গু জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটি এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এর মধ্যে মাত্র একজন ঢাকার বাইরের বাসিন্দা। আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫০০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছে ৯ জন।
চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং ২০ জুলাই পর্যন্ত এক হাজার ৫৭৩ জন রোগী ভর্তি হয়েছেন।