শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ৭ ম শ্রেণির ছাত্রী সম্পা খাতুন নিহত হয়েছে। সোমবার উপজেলার চৈত্রকোল ইউনিয়নের অনন্তপুর বুর্জপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সে কলোনী বাজার বালিকা বিদ্যালয়ে পড়তো। জানা গেছে ওই দিন সকাল থেকেই পীরগঞ্জে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। সে সাজু মিয়ার স্কুল পড়ুয়া কন্যা সম্পা খাতুন (১৩) বৃষ্টির মধ্যেই মাঠে বেধে রাখা গরু আনতে বাড়ী থেকে রওনা হয়। এ সময় বজ্রপাত হলে বাড়ীর পাশেই সম্পার শরীর ঝলসে গিয়ে মাটিতে পড়ে যায়। তাকে তার বাড়ীতে আনা হলে সে মারা যায়। খবরটি উপজেলা প্রশাসন জানার পর সম্পার পরিবারকে সরকারীভাবে ১০ হাজার টাকা প্রদান করে। চৈত্রকোল ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ বলেন, বজ্রপাত সম্পর্কে আমাদের কে সচেতন হতে হবে। আমিও সম্পার পরিবারকে সহযোগিতা করব। উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বলেন, বজ্রপাত নিহত হওয়ার খবর পেয়ে পিআইও’র মাধ্যমে সরকারী তহবিল থেকে ১০ হাজার টাকা দেয়া হয়েছে।