শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
স্টাফ রির্পোটার : এর আগে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ১৭ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ টি পদে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীদের প্যানেল সম্মিলিত আওয়ামী আইনজীবি পরিষদ। আর মাত্র ২ টিতে জয় পেয়েছে বিএনপি সমর্থিক প্যানেল জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য ফোরাম। বুধবার (৩০ জুন) অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগ প্যানেলের সভাপতি পদে আব্দুল মালেক, সাধারণ সম্পাদক পদে আব্দুল হক প্রামানিক নির্বাচিত হয়েছেন। এছাড়াও আওয়ামীলীগ প্যানেলের অন্যরা হচ্ছেন সহ-সভাপতি জহিরুল আলম, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ আকতার হোসেন জুয়েল, বার ভবন সম্পাদক মোস্তফা জামান দোলন, লাইব্রেরী সম্পাদক রুহুল আমিন তালুকদার, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আবু সুফিয়ান হিরু, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ল সম্পাদক প্রশান্ত কুমার, কার্যকরী সদস্য ফজলুল হক ফাহিম, গোলাম মওলা চৌধুরী, রাশেদুল ইসলাম রাসেল, মাহমুদুল ইসলাম রানা, আহসানুল হাবীব মিলন, মীর আশরাফুল ইসলাম লানজু ।অন্যদিকে, বিএনপি প্যানেল থেকে নির্বাচিত কার্যকরী সদস্য এ এস এম মাহমুদুল ইসলাম সেলিম ও ফাতেমা আখতার কণা। প্রধান নির্বাচন কমিশনার রংপুর আইনজীবি সমিতির সিনিয়র আইনজীবি এডভোকেট আব্দুর রউফ বলেন, আমরা সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে ভোট গ্রহন এবং ফলাফল প্রকাশ করতে পেরেছি। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি