শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
আলোর সংবাদ ডেক্স: রংপুর শ্যামপুরের আখচাষীদের কাছ থেকে কেনা আখ জয়পুরহাট চিনিকলে প্রেরণ কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন, বদরগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা রেহেনুমা তারান্নুম। ৪টি ট্রলিযোগে ১০ টন আখ জয়পুরহাট চিনিকলে পাঠানো হয়। কৃষকদের ন্যায্যমূল্য দিয়ে এ আখ কেনা হয়েছে।
এ সময় প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে লোকসান দেখিয়ে শ্যামপুর চিনিকল বন্ধ রেখে আখ জয়পুরহাটে নিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষক, চিনিকলের কর্মকর্তা-কর্মচারীরা। রংপুরের একমাত্র ভারী শিল্প বন্ধ করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।
উল্লেখ্য, রংপুর শ্যামপুর চিনিকল খোলার দাবীতে বিক্ষোভ, মানববন্ধন সমাবেশ, স্বারকলিপি প্রদান, অর্ধ দিবস হরতাল কর্মসূচী পালন করেছে কৃষক ও চিনিকলের কর্মকর্তা-কর্মচারীরা।