শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
আলোর সংবাদ ডেক্স: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৩১২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৪৭০ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ দুই হাজার ১৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ১৬৭ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৩৯ হাজার ৬৯৪ জন করোনা থেকে সুস্থ হলো।
সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬০টি ল্যাবে ১৫ হাজার ৬৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৪০৯টি। এর মধ্যে আরো কিছু নমুনা ছিল। এ পর্যন্ত দেশে মোট ৩০ লাখ ৯১ হাজার ৩৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর আগে রোববার (২০ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ১৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৮ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ৭১ লাখ ৬৭ হাজার ৬৭৯ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৪৯৮ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৪০ লাখ ৮৬ হাজার ৮০৩ জন।