শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
আলোর সংবাদ ডেক্স: কুষ্টিয়ার দৌলতপুরের ২ যুবক ভেড়ামারা লালন শাহ সেতুর কাছে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।
১৭ অক্টোবর বেলা সাড়ে ৩ টার দিকে মটরসাইকেল আরোহী পারভেজ (১৭) ও রিংকু (১৮) নামের ২ যুবক নিহত হয়েছে। পারভেজ ঘটনাস্থলে ও রিংকু কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মিন্টুর ছেলে পারভেজ ও জুল্লু আলির ছেলে রিংকু’র বাড়ী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকার মুন্সিগঞ্জ প্রর্ফট নগর গ্রামে। ট্রাক ও তাাদের এ.আর.টি এ্যাপাসি মটর সাইকেল মূখোমুখি সংর্ঘষে তাদের মৃত্যু হয়।