শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
আলোর সংবাদ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ১৭৩ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৫৩১ জনের শরীরে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে চার লাখ ৩০ হাজার ৪৯৬ জন। নতুন করে দেশে ১১ হাজার ৭৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ ৪৭ হাজার ৮৪৯ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুই, পঞ্চাশোর্ধ্ব তিন ও ষাটোর্ধ্ব ৯ জন। বিভাগ অনুযায়ী ঢাকায় ৮, চট্টগ্রামে দুই, রাজশাহীতে এক, খুলনায় এক, রংপুরে এক ও ময়মনসিংহে এক জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক জন বাড়িতে ও ১৩ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।