শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
আলোর সংবাদ ডেক্স: রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১০ জন, লালমনিরহাট ও গাইবান্ধার ১ জন করে রয়েছে।
নতুন আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লালমনিরহাট পাটগ্রামের এক পুরুষ (৫৩), ধাপ শিমুলবাগের এক নারী (৩৮), রমেক হাসপাতালে চিকিৎসাধীন এক নারী (৪০), শ্যামলী লেনের এক পুরুষ (৪০), ধাপ আরকে রোডের এক পুরুষ (৪৭), নাসিরাবাদের এক বৃদ্ধ (৬৪), আরকে রোডের এক পুরুষ (৫৪), ধাপ ট্রাফিক অফিসের এক পুলিশ সদস্য (৪২), ধাপের এক পুরুষ (৪৯), তারাগঞ্জ ইকরচালীর এক পুরুষ (৫১), গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৪১), গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৩৭)।
বুধবার ১৩৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ১২৬ জন। সুস্থ্য হয়েছেন, ২ হাজার ৭৫৬ জন ও মারা গেছেন, ৫২ জন।