সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
লাইফ স্টাইল: হালকা হাসিতেই গালে টোল যেন কেড়ে নেয় আপনার সামনের মানুষটির নজর। আপনার গালের টোল মানুষকে মানুষকে আকর্ষিত করে, তবে জানেন কি টোল কেন পড়ে? এটি সৌন্দর্যতা হলেও আপনার ত্রুটিপূর্ণ জিনের কারণে এটি হয়ে থাকে।
আসলে গালে ‘টোল’ নামক যে বস্তুটি আমরা বয়ে বেড়াই এবং যে আমাদের সৌন্দর্য বাড়ায় শতগুণে, সেটি আসলে জিনগত ত্রুটি। সাবকিউটেনাস কানেক্টিভ টিস্যুর পরিবর্তন ঘটে আমাদের শারীরিক গঠনের একেবারে গোড়ার দিকে হয়।
সেই অর্থে এটি রিসেসিভ জিন নয়। একটি ত্রুটিপূর্ণ জিনই আমাদের গালে ‘টোল’-এর জন্য দায়ী। বাবা এবং মা, দু’জনেরই টোল থাকতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে, সন্তানের গালেও টোল পড়বে। আবার দু’গালেই টোল পড়বে, তা-ও নয়। অনেক সময়েই একগালে টোল পড়তে পারে।
এজন্য বলা যেতে পারে আপনার এ ত্রুটিই আপনার সৌন্দর্য!