শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেক্স: করোনাভাইরাস ধরা পড়ার পর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভোটের প্রচারে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।
ফ্লোরিডার সানফোর্ডে এক উন্মুক্ত স্থানে কয়েক হাজার লোকের সামনে মাস্ক ছাড়াই উপস্থিত হন ট্রাম্প। খবর বিবিসি ও রয়টার্সের
ট্রাম্প উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে মাস্ক ছুড়ে দেন এবং বারবার কোভিড-১৯ রোগ থেকে নিজের সেরে ওঠা নিয়ে কথা বলেন।
ফ্লোরিডার এই সমাবেশে কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন। তবে তাদের অধিকাংশের মুখে মাস্ক ছিল না।
সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, করোনা থেকে সুস্থ হয়ে এখন আরও শক্তিশালী অনুভব করছি। আমি আপনাদের সবাইকে চুমু দিতে চাই।
ফ্লোরিডা এই সমাবেশের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে টানা তিন সপ্তাহের নির্বাচনী প্রচারণায় ফিরে আসলেন