শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মাদক মুক্ত পীরগঞ্জ গড়ার লক্ষ্যে পিছিয়ে পড়া আদিবাসী ছেলে-মেয়েদের করোনা কালীন সময়ে খেলাধুলার মাধ্যমে সম্পৃক্ততা করার লক্ষ্যে হড় হোপন খেলাঘর একাডেমী সংগঠনের আয়োজনে প্রীতি মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বিকালে বিরাহিমপুর আদিবাসী ফুটবল নামে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান রুসিনা সরেন, চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিন, আদিবাসী নেতা হেম চন্দ্র হাসদা, সোম কিস্কু, সরকার টুডু, দেশ সান্ধি। পীরগঞ্জ উপজেলা আদিবাসী উন্নয়ন ফোরামের সম্পাদক আমিন হাসদা। খেলায় ঘোড়াঘাট মহিলা টুর্নামেন্ট বনাম নওগা জেলার ধামরাই ট্রাইব্রেকারের মাধ্যমে দুইদলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।