স্টাফ রিপোর্টার: রংপুরের পীরগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পার্শ্বে সড়ক এবং বর্তমান ভূমি অফিস সামনে দন্ডায়মান বকুল গাছ দুইটি পীরগঞ্জের কালের সাক্ষী হয়ে দাড়িয়ে ছিল। শনিবার সন্ধ্যারাতে গাছটি উপড়ে পড়ে যায়। বর্তমানে টানা ভারি বর্ষণের কারণে বয়সের ভারে গাছ দুইটি মাটিতে নুয়ে পড়ে। অনেকেই এই গাছের ফুল দিয়ে মালা বানিয়ে বিক্রি করে সংসার চলছে অনেকের। তবে আগামী প্রজন্মরা ভুলে যাবে বকুল তলা নামে পীরগঞ্জে কোন স্থানটি।