সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে ৬০ হাজার ২০৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তন্মধ্যে ৬ হাজার ৬ জন ৬ মাস থেকে ১১ মাস বয়সের ও ৫৪ হাজার ১৯৮ জন ১ বছর থেকে ৫ বছরের কম বয়সের শিশুদের ওই ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিত করণ সভায় এ কথা জানান হয়। গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য ও প.প কর্মকর্তা-ডাঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয় ।
এতে বক্তব্য রাখেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা- আরিফুজ্জামান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হোসেন, কুমেদপুর ইউপির চেয়ারম্যান মোসফাক হোসেন খান চৌধুরী ফুয়াদ,সাংবাদিক সরওয়ার জাহান, মেডিকেল টেকনোলজিষ্ট (পিপি আই) সামসুল হক প্রমুখ।