শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
আমিরুল ইসলাম কবির,
গাইবান্ধা প্রতিনিধিঃ
শারীরিক প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম (১৯) সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শাহ আজগর আলী ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র। দারিদ্রতার কারনে তাকে পাঠ্যবই কিনে দিয়েছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক। কিন্তু সেই বইগুলো পানিতে ছুড়ে ফেলে নষ্ট করেছে প্রতিপক্ষরা। ফলে লেখাপড়া বন্ধ রয়েছে তার।
শনিবার ২৯ আগস্ট সরেজমিনে প্রকাশ,সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের বাতাস আলীর সঙ্গে প্রতিবেশী এন্তাজ আলী গং-দের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সম্প্রতি এরই জের ধরে বাতাস আলীর বসতবাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা। এতে ঘরের বেড়া ভাঙচুর করাসহ জাহাঙ্গীরের লেখাপড়ার প্রয়োজনীয় বইখাতাগুলো একটি খালের পানিতে ছুড়ে ফেলা হয়। ফলে এ ঘটনার পর থেকে প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম অর্থাভাবে পাঠ্যবই-খাতা কিনতে না পারায় বন্ধ রয়েছে তার লেখাপড়া।
ঘটনার শিকার প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম জানান,এ বিষয়ে সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও, সেটির কোন তদন্ত কিংবা ন্যায় বিচার পাইনি।
তিনি আরো বলেন,কলেজে ভর্তি হবার পর অর্থাভাবে বইখাতা কিনতে পারছিলাম না। এমতাবস্থায় গাইবান্ধা জেলা প্রশাসকের পক্ষ থেকে যাবতীয় বইখাতা কিনে দেন। যা দিয়ে লেখাপড়া চালিয়ে আসছিলাম। ফের প্রতিপক্ষরা ওই বইখাতাগুলো পানিতে ছুড়ে নষ্ট করে ফেলেছে। এমতাবস্থায় বইখাতা কিনতে না পেরে বন্ধ রয়েছে লেখাপড়া। এনিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছি।
এ বিষয়ে প্রতিপক্ষ এন্তাজ আলী গং-দের সঙ্গে যোগযোগের চেষ্টা করা হলেও, তাদর দেখা না মেলায় মন্তব্য জানা সম্ভব হয়নি।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন,জাহাঙ্গীরের অভিযোগ পেয়েছি। এটি তদন্তাধীন রয়েছে। এছাড়া জাহাঙ্গীর আলমকে দুটি বই কিনে দেয়া হয়েছে।