শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
প্রায় সাড়ে ৫ মাস দেখা নেই আলোচিত দম্পতি সৃজিত-মিথিলার। কিন্তু এভাবে আর কতদিন?
তাই তো কাঁটাতারের বেড়া টপকাতে বিশেষ অনুমতি নিয়ে ১৫ আগস্ট সড়ক পথে পেট্রাপোল সীমান্ত দিয়ে মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি গেছেন রাফিয়াত রশিদ মিথিলা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর জানিয়ে সৃজিত মুখার্জি লিখেছেন, ১৯৪৭ সালের ১৫ অগাস্ট বহু মানুষ ঘৃণার কারণে সীমান্ত পাড়ি দিয়েছিলেন। ২০২০ সালের ১৫ অগাস্ট দুজন মানুষ ভালোবাসার জন্য সীমান্ত পাড়ি দিলেন।
জানা গেছে, করোনার কারণে ভারত-বাংলাদেশ যাতাযত বন্ধ থাকলেও বিশেষ অনুমতি নিয়ে সড়ক পথে দেশে ছেড়েছেন মিথিলা। শুধু তাই নয় পেট্রাপোল সীমান্ত স্ত্রী ও মেয়ের জন্য অপেক্ষায় ছিলেন সৃজিত মুখার্জি।
গতবছর ৬ ডিসেম্বর বিয়েবন্ধনে আবদ্ধ হন সৃজিত-মিথিলা। এরপর মধুচন্দ্রিমা সেরেছেন সুইজারল্যান্ডে। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি সেরেছেন বিয়ের আনুষ্ঠিকতা। এরপর থেকে দেখা নেই এই দম্পতির।