শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
বিনোদন ডেক্স: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে নতুন নতুন রহস্যের উন্মোচন হয়েই চলেছে। সুশান্তের দেহ অ্যাম্বুলেন্সে তোলার সময় সে জীবিত ছিলেন।
অ্যাম্বুলেন্স চালকের দাবি, অ্যাম্বুলেন্সে তোলার সময় সুশান্ত জীবিত ছিলেন। তিনি নাকি দেখেছেন, অভিনেতার দেহ হলুদ হয়ে গিয়েছিল। ওই চালকের দাবি , সাধারণত আত্মহত্যা করলে মৃতের শরীর পুরো হলুদ হয়ে যায় না। যারা সুশান্তের মরদেহ নেয়ার জন্য তাকে ফোন করেছিলেন তারা ফোনে অশ্রাব্য ভাষায় কথা বলছিলেন।
অ্যাম্বুলেন্স চালক অক্ষয় ভান্ডগরের প্রশ্ন, যে মানুষ আত্মহত্যা করেছেন তার পা মোড়া থাকবে কেন? তিনি জানান সুশান্তের পায়ের নানা জায়গায় থেঁতলে যাওয়ার মতো আঘাত দেখেছেন। আত্মহত্যা করলে এই দাগ কেন থাকবে?
কয়েক দিন আগে সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারেঅক্ষয় ভান্ডগর বলেন, সুশান্তের মৃতদেহ বহনের জন্য তাকে ফোন করে মুম্বাই পুলিশ।