শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
বিনোদন ডেস্কঃ অবশেষে করোনামুক্ত হলেন বলিউডের শীর্ষ নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। তার মেয়ে আরাধ্যা বচ্চনেরও করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বচ্চন পরিবারের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
এক টুইট বার্তায় অভিষেক লেখেন, “প্রার্থনার জন্য সকলের কাছে চীরজীবন ঋণী থাকবো। সৌভাগ্যবশত ঐশ্বরিয়া ও আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তারা এখন বাসায়। আমি এবং বাবা হাসপাতালেই আছি চিকিৎসাকর্মীদের তত্ত্বাবধানে।”
১১ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয় বচ্চন পরিবার। উপসর্গ দেখা দেওয়াতে পরীক্ষা করানোর পর অমিতাভ ও অভিষেক বচ্চনের দেহে করোনাভাইরাস ধরা পড়ে। তারা ভর্তি হন হাসপাতালে।
পরদিন ১২ জুলাই ঐশ্বরিয়া ও তার ৮ বছরের মেয়ে আরাধ্যর রিপোর্ট পজিটিভ আসে। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর ঐশ্বরিয়া ও আরাধ্যা কিছুদিন বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। তবে পরে জ্বর ও গলাব্যথা দেখা দিলে দ্রুত ননবতী হাসপাতালে ভর্তি হন।