শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
কবি এ টি এম আশরাফুল ইসলাম সরকার রাংগা
রব উঠেছে হ্যাঁদা নাকি বউয়ের কথায় চলে,
তাই তো হ্যাঁদা রেগে আগুন; বউকে ডেকে বলে।
“দ্যাখ জমিলা আজ থেকে আর শুনবনা তোর মানা,
আবোল-তাবোল কিসব বলিস সবই আমার জানা।
বদ্ধ ঘরে থাকতে আমায় বলবিনা তুই আর,
সবাই ঘোরে! আমিও ঘুরি, সমস্যা কি তার?
সময় সময় সাবান দিয়ে কীসের বা হাত ধোয়া,
মাস্ক কিনতে এ সংসারের সবই গেল খোয়া।
হ্যাঁদার বউয়ের ঠান্ডা মেজাজ, বলছে স্বামীর কাছে,
করোনাটা ঘুরছে ওগো সবার পাছে পাছে।
দাঁত চিবিয়ে বলল হ্যাঁদা, “করোনা তোর মাথা-
বাজার গেলাম বলিসনা আর এমন করে যা-তা।
আনবো কিনে করোনা তোর”- অট্ট হেসে কয়,
হ্যাঁদার বউয়ের হাতটা গালে, মনে দারুণ ভয়!
দিন দশেকের মাথায় হ্যাঁদা সুস্থ দারুণ বেশ,
দাঁত কেলিয়ে বউকে বলে-”তোর করোনা শেষ।”
হঠাৎ সেদিন হ্যাঁদার গায়ে এলো ভীষণ জ্বর,
সর্দি-কাশি-হাঁচি সাথে মলিন হলো স্বর।
হ্যাঁদা বলে- “জ্বর ছাড়েনা এখন কি যে করি-
ও- জমিলা, আয়না নিয়ে জ্বরের চোটের বড়ি।
জ্বর ছাড়েনা তবুও হ্যাঁদার চলল শহর মুখে,
টেস্ট করালো- করোনা তার ঘর বেঁধেছে বুকে।।