শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
শিক্ষার কি সব অবস্থা? মাধ্যমিকে শিক্ষা হওয়ার যোগ্যতা, বিএ পাস হলে বি এড লাগবে, অনার্স মাস্টার্স হলে বিএড শিথিল, পরে করতে হবে বাধ্যতামুলক। কিন্তু বিল? বিএ ওয়ালার ১০ম গ্রেড, মাস্টার্স ওয়ালার ১১তম গ্রেড। বিএড, যতদূর জানি কোন একাডেমিক যোগ্যতা নয়, এটা শিার একটি ডিগ্রি। অথচ একাডেমির সব যোগ্যতা থাকার পরেও নানা কাহিনী। আবার অনেকের বিএড লাগেওনা,যেমন ধর্ম,কৃষি।যেহেতু বিএড একাডেমি যোগ্যতা নয়,তবে কেন উচ্চতর বেতনের গ্যারাকল? সরকারিতে তো, এমন নয়,শুরুতেই ১০ম গ্রেড কিন্তু বিএড করতে হবে ১/২ বছরের মধ্যেই। তাদের ক্ষেত্রে কোন বালাই নেই, যত আইন “বে” ওয়ালাদের। বর্তমানে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তোলপাড় হচ্ছে জাতীয়করণ নিয়ে,রনি স্যারের মাধ্যমে,আমার খুব জানতে ইচ্ছে করে রনি স্যারের স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা কত? যদি মনে হয় হাজার পঞ্চাশ, তবে ঠিক আছে।যদি মনে হয়,এক থেকে দেড় শত,তাহলে কিন্তু অন্য সমস্যা। আমার আট বছরের অভিজ্ঞতায় যা পেয়েছি, তা হলো বাংলাদেশের যেসব বিদ্যালয়ের শিার্থীর সংখ্যা ৪শত প্লাস সেই সব স্কুলের মাননীয় প্রধানেরা চাইবেন না শিা জাতীয়করণ হোক,কেন চাননা সেটা সবাই জানেন।তাছাড়া যারা আন্দোলন করেন বা করতে চান তারা হয়তো, বাকি জীবন।।।।।।। করতে চান। তবে আন্দোলন করতে হলে সবাইকে সাথে নিয়ে করতে হবে,তাছাড়া সম্ভব নয়।সবাই আবার এক হবেওনা, অতএব না।তবে শেখের বেটি যদি মনে করেন, শিা ব্যবস্থা জাতীয়করণ সময়ের দাবী,তবে আলহামদুলিল্লাহ। তবে এটাও সত্য কথা,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাবার ন্যায় যদি করতে চান তাইলেই সম্ভব।
মো: ইকবাল হোসেন
সহকারী শিক্ষক (বাংলা)
জিগাবাড়ী উচ্চ বিদ্যালয়।