শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
আলোর সংবাদ ডেক্স: প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস) কবির শিকদার।
শুক্রবার রাত ১০টার দিকে তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান। তিনি ঢাকা কাস্টম হাউসে কর্মরত ছিলেন।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মারুফ খান জানিয়েছেন, এ নিয়ে কাস্টমস ও ভ্যাট বিভাগে করোনা আক্রান্ত হয়ে চার জন মারা গেলেন।
তিনি আরও জানান, কবির শিকদারের আগে থেকে হার্ট, ফুসফুস ও কিডনিতে সমস্যা ছিল।
ডেপুটি কমিশনার মারুফ খান বলেন, কবির শিকদারের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ১৯ জুন তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’বার তাকে প্লাজমা দেওয়া হয়। প্লাজমা দেওয়ার পর শারীরিক কিছুটা উন্নতিও হয়। তবে সেখানকার ব্যয়সহ বেশ কিছু সমস্যার কারণে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। পরে অভিভাবকদের অনুমতি নিয়ে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। শুক্রবার রাত ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইমপালস হাসপাতাল থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা নূঈদ মাহমুদ বলেন, ইমপালস হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধু মেডিকেলে গোসলের জন্য নেয়া হবে। গোসল শেষে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে নেয়া হবে। সেখানে পারিবারিক কবরবস্থানে দাফন করা হবে।