শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: রংপুরের পীরগঞ্জে তফশীল ভুক্ত অর্পিত বিল, পুকুর সমূহ ১৪২৭ বাংলা সন থেকে ১৪২৯ বাংলা সন পর্যন্ত ০৩ বছরের জন্য ইজারা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছিল গতকাল বুধবার কিন্তু জলমহল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফতাবুজ্জামান-আল-ইমরান অসুস্থ্য থাকার কারণে আগামী ২৫ জুন/২০২০ইং তারিখে পুনরায় নিলাম ডাক অনুষ্ঠিত হবে বলে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সুত্রে জানা গেছে। এদিকে অর্পিত বিল ও পুকুর সমূহ বড় দরগাহ ইউনিয়নের সাহাপাড়া হাজীপুর মৌজার শানেরহাট নদীর বিল-২, রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার বাহাদুরপুর অর্পিত বিল, চতরা কাছরী মৌজার চতরার অর্পিত বিল, রামনাথপুর ইউনিয়নের সয়েকপুর মৌজার অর্পিত বিল, পীরগঞ্জ ইউনিয়নের চান্দেরপাড়া দামুয়ার বিল, চৈত্রকোল ইউনিয়নের শাল্টি সমসদিঘী বিল, বড়দরগাহ সাহাপাড়া হাজীপুর শানেরহাট নদী বিল-১, শানেরহাট নদী বিল-৩, কুমেদপুরের শীতলপুর ডোবা, পাহাড়পুরের শকুনার বিল ডাকের তারিখ নির্ধারণ ছিল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিন জানান সহকারী ভূমি কর্মকর্তা অসুস্থ্য থাকার কারণে স্থগিত করা হয়েছে। তবে নির্ধারিত তারিখে নিলাম ডাকের মাধ্যমে ইজারা দেওয়া হবে।