শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপর) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত প্রকল্পের আওতায় অত্র পীরগঞ্জ উপজেলায় চলমান ড্রাইভিং প্রশিক্ষণের ২য় ব্যাচের সমাপনি ও প্রশিক্ষণ ভাতা বিতরণ কার্যক্রম আজ উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়েছে। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ জন প্রশিক্ষনার্থীদের প্রতিজন ৮,৮৮২ টাকা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যতীত মুসলিম প্রশিক্ষনার্থীদের ৩৪ জন প্রত্যেককে ৪,৪৪১ টাকা করে সর্বমোট ২,৫৭,৫৭৮ টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়েছে। এ কর্মসূচীর উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার টি.এম.এ.মমিনের সভাপতিত্বে প্রশিক্ষণ সমাপনি ও ভাতা বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল।