শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বিনা ভোটে ঘোষিত রংপুরের পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার ১৫ টি ইউনিয়নের চেয়ারম্যানদের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জনতা, বিএনপি ও জামায়াতে ইসলাম। রবিবার দুপুরে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ, বাসস্ট্যান্ড এলাকায় এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রসহ ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপন থাকায় ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন অবৈধ তামাশার নির্বাচনে পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ সকল ইউপি চেয়ারম্যানগণ আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতাকর্মীরা । এসময় বক্তব্য রাখে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন, জামায়াত নেতা অধ্যাপক মাওলানা নুরুল আমীন, আব্দুল আউয়াল, জুয়েল আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক ও কমিশনার সাইফুল আজাদসহ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন ।