শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: পুষ্টি গ্রামে পুষ্টি বিষয়ক সচেতনতামূল ক্যাম্পেইন পুষ্টি মেলার সমাপ্তি।। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জ রংপুর এর আয়োজনে পুষ্টি গ্রামে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন ৩দিনের পুষ্টি মেলা সমাপ্ত হয়েছে।আজ মঙ্গলবার উক্ত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন , মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার, বিকাশ চন্দ্র বর্মন আমন্ত্রিত , অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি শাহ আব্দুর রউফ কলেজের অবসরপ্রাপ্ত উদ্ভিদ বিভাগের বিভাগীয় প্রধান বারর্টান সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নুরনবী মিয়া, এতে সভাপতিত্ব করেন,(বারটান) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল রাজ্জাক। উক্ত অনুষ্ঠানে মিঠাপুকুর উপজেলা পুষ্টি গ্রামের কৃষাণ কিষাণী, শিক্ষার্থী ও সাধারণ জনগন অংশ্রগহণ করেন।