শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: আজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার দিনভর রংপুর-৬ পীরগঞ্জ সংসদীয় আসনে ব্যালট ছাড়াই ১’শ ১১টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে। নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বক্স, ছিল, স্ট্যাম্প প্যাড এবং অমোচনীয় কালি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যালট ছাড়া সরঞ্জমাদী পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। গত শুক্রবার দুপুরে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। এই আসনের ১’শ ১১টি কেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্রকে গুরুত্বপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়ে সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আনোয়ার। জানাগেছে, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ ও নিরপেক্ষ করতে উপজেলায় ৩ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন। উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা টহল দিচ্ছেন। এ ছাড়াও আনসারবাহিনী পেট্টোল টিম হিসেবে টহল দিচ্ছে। পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন। এ ছাড়াও ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্টেটসহ জুডিসিয়াল ম্যাজিট্রেট টিম থাকছে। রংপুর-৬ পীরগঞ্জ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। ৩ লাখ ২৯ হাজার ৭’শ ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে সংসদ সদস্য নির্বাচিত করবেন।