শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি: রংপুরে পীরগঞ্জে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ০৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ২টা ২০ মিনিটে রায়পুর ইউনিয়নের সাতগড়া বাজারে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যাওয়ার আগে সব কিছু আগুনে পুড়ে যায়। সাতগড়া গ্রামের গালামাল ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন, শফিক মিয়া, আব্দুল হক মিয়া জানান হঠাৎ করে দুপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে এতে নিমিষের মধ্যে আমার দোকান সহ আসেপাশের দোকানে ছড়িয়ে পড়লে আগুনের লেলিহীন শিখায় প্রায় ১২ লক্ষ টাকার মালামাল ও জিনিস পত্র পুড়ে যায় মর্মে ক্ষতিগ্রস্থ দোকানদার জানান। ফায়ার সার্ভিস পীরগঞ্জ স্টেশন ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন চন্দ্র শর্মা বলেন সড়কে যানজট থাকায় ঘটনা স্থলে পৌছাতে একটু সময় লেগেছে তবে আগুন লাগার কারণ বিদ্যুত শর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষনিক ভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।