শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পীরগঞ্জ-নবাবগঞ্জ-ঘোড়াঘাট তিন উপজেলার ত্রি-মুখী সীমানায় অর্থাৎ বড় আলমপুর ইউনিয়নের শিমুলবাড়ী-ধর্মদাসপুর মৌজার মাঝা-মাঝি কুলানন্দপুর চরের উপর প্রতিদিন চলছে জম-জমাট জুয়ার আসর বসায় সামাজিক পরিবেশ নষ্টসহ এলাকায় চুরি, ছিনতাইসহ ৩ থানায় রশি টানাটানির ফলে দীর্ঘদিন ধরে ওই এলাকার জুয়া খেলা বন্ধ হচ্ছে না। বন্ধ হলেও অজ্ঞাত কারণে পুনরায় জুয়া খেলা চালিয়ে যাচ্ছে জুয়ারুরা। জানা গেছে, পীরগঞ্জের ধর্মদাসপুর উচাপাড়া গ্রামের আ: সাত্তার মিয়ার পুত্র কুখ্যাত জুয়ারু আতাউর রহমানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে পীরগঞ্জে সীমান্তবর্তী অঞ্চল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর চরে জুয়ারুদের মধ্যে ষোলঘরিয়া গ্রামের জহুরুল ইসলাম, বৈশাখী বাজার শিমুল বাড়ী মেহেদুল, আলমপুর গ্রামের মমতাজ মিয়ার পুত্র জয়দুল ইসলাম শিমুলবাড়ী তমিজ উদ্দিনের পুত্র মোনাজ্জলসহ কুলানন্দপুরের ইউপি সদস্য জাকিরুল মেম্বরের নেতৃত্বে প্রতিদিন বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত এ খেলা চলছে। বিষয়টি অবৈধ ও অসামাজিক হওয়ার কারণে পীরগঞ্জ থানা পুলিশ উক্ত স্থানে কয়েকবার অবস্থান নিলে করতোয়া নদীতে পানি থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছে না। এ বিষয়ে বড় আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম বলেন অনেক বার গ্রাম্য পুলিশ নিয়ে অভিযান করেছি, স্থানীয় জুয়ারু আতাউরের কারণে ওই এলাকার জুয়া খেলা বন্ধ হচ্ছে না। ফলে ওইসব এলাকায় চুরি, ছিনতাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জুয়া বন্ধের বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, জুয়ারুদের গ্রেফতারের বিষয়ে পীরগঞ্জ থানাকে জিরো টলারেন্স হিসেবে ঘোষণা করেছি। ইতিমধ্যে প্রতিদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জুয়ারুদের গ্রেফতার অব্যাহত রয়েছে।