শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি : ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী আবির্ভাব তিথি উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ব্যানারে একটি বিশাল শোভা যাত্রা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বুধবার জন্মাষ্টমী উপলক্ষ্যে কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড: সন্তোষ কুমার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার বিশ^াস পবিত্র সঞ্চালনায় বক্তব্য রাখেন রনজিৎ চন্দ্র রায়, সুপদ চন্দ্র বর্মন, রমেন চন্দ্র পাল, রবীবন্দ্রনাথ সরকার, সুকুমার চন্দ্র রায়, শ্রী নারায়ন চক্রবর্তী শুভ, প্রভাষক অশক কুমার কর্মকার, স্বপন চন্দ্র রায় প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত সকল সনাতন ধর্মালম্বীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।