শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০২ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে বড় আলমপুর ইউনিয়নের গ্রাম পুলিশের এক সদস্যকে মারপিট করলেন ইউপি চেয়ারম্যান। ঘটনাটি উপজেলার বড় আলমপুর ইউনিয়নে ঘটেছে। থানায় অভিযোগে জানা গেছে আলমপুর (ষোলঘরিয়া) গ্রামের বদিউজ্জামানের পুত্র শফিকুল ইসলাম বর্ণিত ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য। সংসারের অভাব অনাটন থাকার কারণে ডিউটি শেষ করে অবসর সময়ে ভ্যান চালায় শফিকুল ইসলাম। গত ১০ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টা সময় ভ্যান নিয়ে ইউনিয়ন পরিষদে যান। ইউনিয়ন পরিষদ মাঠে যাওয়া মাত্রই সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করে এবং ভ্যানের উপর দাড় করে তার ছবি ওঠানোর চেষ্টা করে। তার ইউনিফর্ম পোষাক ধরে চেয়ারম্যান তার অফিস কক্ষে নিয়ে যায় । এ সময় পোশাকের দুটি বোতাম ছিড়ে ফেলে। বেতের লাঠি দ্বারা তাকে এলোপাথাড়ি মারপিট করে গুরুত্বর আহত করে। তার আত্মচিৎকারে সহকর্মী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে ওই দিন রাতে পীরগঞ্জ থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বর্তমানে গ্রাম পুলিশ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিমের কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বিগত নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মোদাব্বেরুল ইসলাম সাজুকে পরাজিত করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি নির্বাচন হোন।