শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ২টি মটর সাইকেলসহ চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। জানা গেছে, পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নের হরিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদুর রহমান সাজু অসুস্থ্যতা জনিত কারণে ইন্তেকাল করলে মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় তাঁর জানাজা শেষে মাটি দেওয়ার সময় ২টি মটর সাইকেলসহ ২ চোর পালানোর সময় হাতে নাতে এলাকাবাসী আটক করেন। আটককৃতরা হলেন গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার মিরপুর গ্রামের সাদা মিয়ার পুত্র রাসেল মিয়া (৩০), কিশামত তাজপুর গ্রামে মৃত: আশিয়ার রহমানের পুত্র আতাউল গণি (৪৫)কে আটক করে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র হাতে তুলে দেন। এ ব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্তের অফিসার ইনচার্জ নজির হোসেন জানান, স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। ঘটনার সাথে তারা জড়িত ছিলেন বলে জানান। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।