শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রাজধানীর মিরপুরে আলিফ (১৯) নামের এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আলিফ রংপুরের পীরগঞ্জে চাঞ্চল্যকর শরিফুল হত্যার অন্যতম এজাহারভুক্ত পলাতক আসামী। আলিফ পীরগঞ্জ পৌরসভার আরাজী গঙ্গারামপুর (ওসমানপুর থিরারপাড়া) মৃতঃ গোলাম মোস্তফার ছেলে। সোমবার (৩ জুলাই) র্যাব-১০ এর স্টাফ অফিসার (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এ তথ্য জানান। তিনি বলেন, রোববার (২ জুলাই) র্যাব-১০ এর একটি দল মিরপুর শপিং সেন্টার কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গত ২২ জুন রংপুর জেলার পীরগঞ্জ পৌরসভা বড়বিলা ¯øুইচ গেট এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর শরিফুল হত্যার ঘটনায় পলাতক আসামী আলিফকে গ্রেফতার করা হয়। আলিফ পীরগঞ্জ থানায় রুজুকৃত মামলার ৪নং এজাহারভুক্ত আসামী। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। র্যাব কর্মকর্তা বলেন, গ্রেফতার আলিফ ওই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি ঘটনার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে মঙ্গলবার রংপুর বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা জবাবন্দিতে ঘটনার সকল সত্যতা স্বীকার করেছেন বলে পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান।