রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ পৌর বিএনপি (৪নং ওয়ার্ড) -এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার স্থানীয় পীরগঞ্জ পাবলিক স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত পীরগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক সাইফুল আজাদ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুর রহমান দুদু মন্ডল, সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন, যুগ্ম আহবায়ক আব্দুল করিম সরকার, আব্দুস সামাদ মিয়া, মামুনুর রশিদ মামুন, ৩নং ওয়ার্ড পৌর বিএনপির সাবেক সভাপতি আবু বক্করসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ বলেন এই সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে সকল জিনিসপত্রের মূল্যে ঊর্ধ্বগতি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। তাই তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে তত্ত¡বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য দলীয় নেতা-কর্মীগণকে সুসংগঠিত ভাবে সকল কর্মসূচীতে অংশ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। সেই সাথে রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলামের হাতকে শক্তিশালী করার উদ্যাত্ত আহবান জানান। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, ওই ইফতার মাহফিলে ৫’শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।