রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি ১৫ হাজার টাকা যৌতুকের দাবিতে তানজিনাকে পিটিয়ে হত্যা করে আবু সাঈদ। পরে বাড়ির পাশের ধানক্ষেতে মরদেহ ফেলে পালিয়ে যান। এ ঘটনায় পরদিন ৯ ফেব্রুয়ারি থানায় মামলা দায়ের করেন তানজিনার বাবা তাজিম উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজিবুর রহমান লাইজু বলেন, অভিযুক্ত আবু সাঈদ অনেকগুলো বিয়ে করেছিলেন। মূলত যৌতুকের লোভে একেরপর এক বিয়ে করেন তিনি। তানজিনাকে যখন বিয়ে করেন তখন ২৫ হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু তানজিনার বাবা ১০ হাজার টাকা দিয়েছিলেন। বাকি ১৫ হাজার টাকার দাবিতে তানজিনাকে সাঈদ হত্যা করে বলে প্রমাণিত হয়। তাই বিচারক এই মৃত্যুদণ্ডের আদেশ দেন।