রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে শিক্ষার্থীদের সুন্দর দ্রুত হাতের লেখা, প্রশিক্ষণ, পুরস্কার বিতরণ সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের পরিকল্পনা ও সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে প্রায় ২’টি নতুন ব্যাগ তুলে দেওয়া হয়েছে। এ সময় ওই বিদ্যালয় প্রাঙ্গনে গত বুধবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধানের সভাপতিত্বে ও পরিচালনায় হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজী বয়েন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান খোকন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মামুন অর রশিদ প্রমুখ। শেষে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম রাঙ্গার রচনা ও পরিচালনায় গীতি নৃত্য নাটক অনুষ্ঠিত হয়েছে।