রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরের পীরগঞ্জে উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠন এবং জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরে আলম মিয়া যাদুর নেতৃত্বে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌরসভা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরে আলম মিয়া যাদু কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ নোমান ইকবাল খসরু জাপা নেতা আবেদ আলী প্রধান, জাতীয় ছাত্র সমাজের সভাপতি আসাদুজ্জামান মন্ডল সবুজ, সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার ফিরোজ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জিওন প্রমুখ। বক্তাগণ অবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে দেওয়ার জন্য সরকারের প্রতি উদ্যাত্ত আহবান জানান।