রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের ৯নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা। সোমবার প্রার্থীরা আ’লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ঢাকার ৩/এ ধানমন্ডিতে দলীয় মনোয়ন প্রাপ্তির ফরম জমা দেন। আগামী ২৭ জুলাই পীরগঞ্জ উপজেলার রায়পুর, পীরগঞ্জ সদর ও রামনাথপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পীরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেতে বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ নুরুল ইসলাম ময়না মাষ্টার। এ সময় তার সাথে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুর পুত্র আওয়ামী লীগ নেতা একেএম ছায়াদত হোসেন বকুল, রংপুর জেলার শ্রেষ্ঠ ঠিকাদার আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম রুবেল, খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওয়ামীলীগ নেতা মোমিনুল ইসলামসহ আরও অনেকে। এছাড়াও উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোনায়েম সরকার মানু, ইউনিয়নটির আ’লীগ সভাপতি তারিকুল ইসলাম তিতাস, আ’লীগ নেতা শাকিল মিয়া, সাইদুর রহমান মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ২৬ জুন প্রার্থীদের দলীয় কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সদর ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম ময়না মাস্টার বলেন, আমি বিগত ৫ বছর আমার ইউনিয়ন কে সুচারুরূপে পরিচালিত করেছি। পাশাপাশি অনিয়ম, দূর্নীতির বিরুদ্ধেও সোচ্চার থেকে ইউনিয়নবাসীকে স্বস্তিতে রেখেছি। আমাকে পুনরায় নৌকা প্রতীক দেয়া হলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাআল্লাহ। অপরদিকে রায়পুর ও রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরাও নৌকা প্রতীক পেতে আবেদন করেছেন বলে জানা গেছে।