সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে এক গ্রাহকের নামে মিটার পাশ হলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পাননি। চার মাস পূর্বে (সিএমও) মিটার পাশ হলেও তার ঘরে বাতি জ¦লছে না। ভেন্ডাবাড়ী পল্লী বিদ্যুৎতের গড়িমসির কারণে এ ঘটনাটি ঘটেছে বলে অভিযোগে জানা গেছে। আবু সাঈদ খান নামের এক গ্রাহক বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি কুমেদপুর ইউনিয়নের দিগদুয়ারী গ্রামের মৃতু: নুরুল ইসলাম খানের পুত্র। অভিযোগের বিবরণে ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্পীকার মহোদয় পীরগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত এলাকা হিসেবে ঘোষনা করেন। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, শঠিবাড়ী হেড অফিসের ভেন্ডাবাড়ী সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় ওই গ্রাহকের বসত বাড়ি। তিনি নতুন বাড়ি নির্মাণ করে বিদ্যুতের প্রয়োজন হওয়ায় বিধি মোতাবেক ঘর ওয়্যারিং করার পর বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ভেন্ডাবাড়ী সাব- জোনাল অফিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম সরেজমিনে তদন্ত পূর্বক রিপোর্ট প্রদান করেন। উক্ত গ্রাহককে মিটার নেওয়ার জন্য জামানতের টাকা জমাদানের নির্দেশ দেন। সে অনুযায়ী গত ২০ ফেব্রæয়ারী ভেন্ডাবাড়ী সাব-জোনাল অফিসের ক্যাশ শাখায় জামানতের ৪’শ টাকা জমা প্রদান করলে আবু সাঈদ খানের নামে মিটার ইস্যু হয়। এরপর বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য উক্ত অফিসের এজিএম (কম) মমিনুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করলে তাহারা সংযোগ দিবে-দিচ্ছে মর্মে আশ^াস’ করে থাকেন। একপর্যায়ে ওয়্যারিং ভূল হইয়াছে মর্মে উক্ত গ্রাহককে জায়গা দেখিয়ে দিলে নতুন করে ওয়্যারিং করতে বলে। অফিসের কর্তৃপক্ষের অনুমতিক্রমে ৩ জায়গায় ওয়্যারিং করার পর বিদ্যুৎ সংযোগ নিতে হইলে নতুন ঘর স্থাপন করতে হবে মর্মে পুনরায় জানায়। আবারও ওই গ্রাহক নতুন ঘরও নির্মাণ করেন। ভেন্ডবাড়ী সাব জোনাল অফিসের পল্লী বিদ্যুৎ কর্মকর্তাকে মোটা অংকের উৎকোচ দিতে না পারায়, দিবে দিচ্ছেন মর্মে তালবাহনা করে আসছেন। এ ঘটনার প্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ এর ভেন্ডাবাড়ী শাখার এজিএম (কম) এবং ইঞ্জিনিয়ার গত ২৫ ফেব্রæয়ারী হইতে অদ্যবধি তারের সংযোগ না থাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না মর্মে জানায়। এ ব্যাপারে ভেন্ডাবাড়ী সাব জোনাল অফিসের এজিএম (কম) মমিনুল ইসলাম জানান, তারের ঘাটতি থাকায় ওই গ্রাহকের সংযোগ দিতে সমস্যা হচ্ছে, তবে তার কিনলে তিনি সংযোগ পাবে।