সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (১২০৬৮) পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি এরশাদুন্নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির রংপুর জেলা শাখার সাবেক সভাপতি মনজুর হোসেন খাজা, রেইনবো ক্লিনিকের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলা শাখার সাবেক সভাপতি রফিকুল ইসলাম। শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হক, আজহার আলী, জীবন চন্দ্র বর্মন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সোহেলী চৌধুরী ও সানজিদা পারভিন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন পীরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ লুৎফর রহমান।