সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে ৩ প্রকল্পের ভুয়া ছবি দেখিয়ে অর্থ আত্মসাতের সত্যতা পেয়েছে রংপুরের দুদক তদন্ত দল। পিআইওর নেতৃত্বে সিন্ডিকেট চক্রের অপকর্মের অভিযোগের প্রেক্ষিতে দুদক সম্মিলিত জেলা কার্যালয় (সজেকা) রংপুর এর উপ-সহকারী পরিচালক এ কে এম নূরে আলম সিদ্দিক এর নেতৃত্বে সোমবার দিনভর রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদসহ অভিযোগে উল্লেখিত প্রকল্পের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে রেকর্ডপত্র যাচাই করা হয় এবং সরেজমিনে প্রকল্প পরিদর্শন করে দুদক টিম। দুদক টিম ৬নং টুকুরিয়া ইউনিয়ন, ১নং চৈত্রকোল, ১১নং পাঁচগাছী, ১২নং মিঠিপুর, ৪নং কুমেদপুরসহ বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে পরিদর্শন এবং স্থানীয়দের সাথে কথা বলে প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়ন হয়নি মর্মে প্রতীয়মান হয়েছে। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।