সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
আলোর সংবাদ ডেক্স: রবিবার (১০ এপ্রিল) শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি পুলিশের দুটি মানবিক উদ্যোগের উদ্বোধন করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিভিন্ন থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধিদের সেবায় সার্ভিস ডেস্ক স্থাপিত হওয়ায় নারীদের জন্য অন্যায়ের প্রতিকার চাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। এসময় তিনি, সার্ভিস ডেস্ক স্থাপিত হওয়ায় গৃহহীন পরিবারের জন্য পুলিশ সদস্যদের ঘর নির্মাণে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আকাঙ্খা ছিল বাংলদেশের পুলিশ হবে জনগণের পুলিশ। আর পুলিশের এ দুটি উদ্যোগই গণমুখী হয়েছে। তিনি পুলিশকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাবারও আহবার জানান। অনুষ্ঠানে শেখ হাসিনা চট্টগ্রাম, পীরগঞ্জ, রংপুর ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ভার্চুয়ালি পুলিশ সদস্য এবং উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বক্তব্য রাখেন। উল্লেখ্য, গৃহহীন মানুষের জন্য সারাদেশে ৫২০টি থানায় একটি করে বাড়ি তৈরি করবে পুলিশ। প্রথম দফায় ৪০০ বাড়ি বিতরণ করেছে পুলিশ। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেক্স সমূহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন রংপুর রেঞ্জ এর ডিআইজি দেবদাস ভট্টাচার্য অতিরিক্ত ডিআইজি শাহ মিজান শফিউর রহমান পুলিশ সুপার রংপুর ফেরদৌস আলী চৌধুরী সুবিধাভোগী সেকেন্দার আলী হেল্প ডেক্সে এসআই ও সুবিধাভোগী লাইজু বেগম প্রমুখ। এ সময় পীরগঞ্জের সাবেক এমপি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, রংপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সুধী, সাংবাদিক উপস্থিত ছিলেন।