সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ফিল্মী স্টাইলে প্রথম স্ত্রীর সন্তান-সন্তানাদিকে শারীরিক ও মানসিক নির্যাতন ও স্ত্রীর অনুমতি ছাড়াই জারজিস খাঁন নামের এক যুবক দ্বিতীয় বিবাহ করে প্রথম স্ত্রীকে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বাড়াইপাড়া গ্রামের মৃত: হাবিবুল ইসলাম ওরফে আরজু খানের পুত্র জারজিস খাঁনের সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক ১৫ বছর আগে রংপুরের পীরগঞ্জের ১২ নং মিঠিপুর ইউনিয়নের দুরামিঠিপুর গ্রামের আব্দুস ছাত্তারের কন্যা শাহেরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঘর সংসার করা কালে তার গর্ভে এক ছেলে এক মেয়ে জন্ম গ্রহণ করেন। সংসার জীবনে জারজিস খাঁন বিভিন্ন সময় নেশা খেয়ে বাড়ীতে এসে তার স্ত্রীকে ফিল্মী স্টাইলে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। শুধু তাই নয়, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই সে দ্বিতীয় বিবাহের কাজাটিও সেরে ফেলে যা বাংলাদেশের বিবাহ আইনে দন্ডনীয় অপরাধ। এদিকে প্রথম স্ত্রী শাহেরা বেগম রংপুর বিজ্ঞ আদালত সিআর নং- ৪৩৮/২১ মামলা করেন। এতে জারজিস আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য কৌশলে কোট থেকে আপোষ মিমাংসার মাধ্যমে প্রথম স্ত্রী শাহেরা বেগমকে পলাশবাড়ী উপজেলার বাড়াইপাড়া তার বাসায় নিয়ে যায়। গত রবিবার স্ত্রীকে এলোপাথাড়ি ভাবে মারপিট ও যৌতুকের জন্য চাপ দেয়। এক পর্যায়ে সন্তান-সন্তানাদিসহ বাড়ী থেকে তাড়িয়ে দেয় পাষন্ড স্বামী। পরে শাহেরা বেগম ৯৯৯ তে ফোন দিলে পলাশবাড়ী থানা পুলিশ তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বর্তমানে শাহেরা বেগমকে পীরগঞ্জ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।