সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
আব্দুল করিম সরকার: রংপুরের পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক ঘেঁষে অবৈধভাবে গড়ে উঠেছে অটোবাইক ও অটোরিক্সার ষ্ট্যান্ড। এখানে গাড়ী দাঁড় করিয়ে চালকরা বিড়ি-সিগারেট পান করেন, প্রাকৃতিক কাজ সারেন। ধোঁয়া আর দুর্গন্ধে ক্লাশরুমে টেকা দায় হয়ে পড়েছে শিক্ষার্থীদের। প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের নজরদারি না থাকায় প্রতিকার মিলছে না। দুই বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা দেড় হাজারের বেশী। বিদ্যালয় সংলগ্ন গুলশান মোড় সড়কটিতে সিএনজি চালিত আর ব্যাটারী চালিত অটোবাইকের ষ্ট্যান্ড হিসেবে ব্যবহার হচ্ছে। এখান থেকে যাত্রী উঠে উপজেলার বিভিন্ন সড়কে যাতায়াত করে। গুলশান মোড়টি পৌরসভা শহরের অত্যন্ত ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ হলেও সেখানেই গড়ে উঠেছে অবৈধ ষ্ট্যান্ড। দিনে দিনে এসব গাড়ীর সংখ্যা বেড়ে যাওয়ায় বিদ্যালয়ের ভবন ঘেঁষেই ষ্ট্যান্ড তৈরী করেছে চালকরা। বিদ্যালয়ের নতুন ভবনের সামনে ক্লাশরুম ঘেঁঘে দাড়ি-দাঁড় করিয়ে চালকরা বিশ্রাম নেন। এ ছাড়া বিদ্যালয়ের প্রধান গেট প্রায়ই এসব গাড়ী দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, প্রতিদিন অটোবাইক চালকদেরকে নিষেধ করা হলে তারা উল্টো-পাল্টা কথা বলেন। মেইন গেইটের সামনে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদেরকে কু-রুচিপূর্ণ কথাবার্তা ও ইভটিজিং এর ঘটনা ঘটে থাকে। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলী বেগম জানান, অটোরিক্সা, ট্রাক অনেক সময় দাঁড় করিয়ে রাখায় কোমলমতি শিশুরা যখন রাস্তা পারা-পারের জন্য যায় গাড়ী দেখতে না পেয়ে দূর্ঘটনায় পড়ে। শিশুরা স্কুলের আসা ও যাওয়ার সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ এবং বর্ণিত জায়গায় স্পীকার ব্রেকার প্রয়োজন। চালকদের একাধিকবার নিষেধ করার পরও তারা এখানেই ধুমপান ও প্রাকৃতিক কাজ সারেন। বিদ্যালয়ের শিক্ষার্থী জানান, চালকরা বিদ্যালয় ঘেঁষে গাড়ী রাখেন। তাদের ধুমপানের ধোঁয়া ক্লাশরুমে ঢোকে। এ ছাড়া প্র¯্রাবের দুর্গন্ধে পাঠে মন দেওয়া কষ্টকর হয়ে পড়ে। গুলশান মোড়ের অটোবাইকের চেন মাষ্টার তোফাজ্জল হোসেন জানান, চালকদের কারণে শিক্ষার্থীসহ কারও যাতে সমস্যা না হয় সে বিষয়ে চালকদের সর্তক করা হয়। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, তাদের কারণে শিক্ষার্থীদের সমস্যা হলে কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নিব।