সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ যত্রতত্র ভাবে রংপুরের পীরগঞ্জে ১০ চাকার ড্রাম ট্রাক গাড়ী দিয়ে বালু সরবরাহ ও চলাচলের অনুমতি না থাকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। গত রবিবার বিকালে পীরগঞ্জ পৌরসভার চৌরাহাট নামক স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৭টি ট্রাকের ১২ হাজার ৫ শত ৮০ সেফটি বালু জব্দ করা হয়। পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম জানান, চৌরাহাটে সংবাদের মাধ্যমে জানতে পারি যে, ১০ চাকার ড্রাম ট্রাক দিয়ে বালু অবৈধভাবে সরবারহ হচ্ছে পাশ্ববর্তী মিঠাপুকুর থানায়। বালু বহনকারী ২০টি ট্রাকের ২০ হাজার টাকা জরিমানা এবং ১৭টি বালু বহনকারী ট্রাকের আনুমানিক ১২ হাজার ৫শত ৮০ সেইফটি বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রির জন্য স্থানীয় কাউন্সিলদের জিম্মায় রাখা হয়। উল্লেখ্য দীর্ঘ ২ বছর ধরে পীরগঞ্জের ২ ইউনিয়নের করতোয়া নদী থেকে প্রভাবশালীরা উত্তোলন করে মহাসড়কের নাম করে ১০ চাকার ড্রাম ট্রাক ব্যবহার ও চায়না কোম্পনীর নিকট বালু মোটা অংকের অর্থের বিনিময়ে সরবরাহ করে থাকেন। বর্তমানে গ্রামীণ রাস্তা গুলো বেহাল অবস্থায় পাশাপাশি খালাশপীর হাট ও পীরগঞ্জ বন্দরে তীব্র যানজটের মাধ্যমে জনগণকে চরম ভোগান্তিতে পড়তে হয়।